WBCS previous questions papers : Here you can find solved previous year question papers of WBCS examinations.
(১) ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ____
(ক) এক স্তরীয়
(খ) দুই স্তরীয়
(গ) তিন স্তরীয়
(ঘ) চার স্তরীয়
উত্তরঃ তিন স্তরীয়
(২) ২৯/১১/১৯৪৯ তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ জয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না?
(ক) মৌলিক অধিকার
(খ) মৌলিক কর্তব্য
(গ) রাষ্ট্রপতি শাসন
(ঘ) জরুরি অবস্থা
উত্তরঃ মৌলিক কর্তব্য
(৩) পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়?
(ক) লোকসভার অনুমোদন
(খ) অর্থমন্ত্রীর অনুমোদন
(গ) রাজ্যসভার অনুমোদন
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ অর্থমন্ত্রীর অনুমোদন
(৪) ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে?
(ক) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
(খ) ভারতের রাষ্ট্রপতি
(গ) ভারতের প্রধানমন্ত্রী
(ঘ) লোকসভার অধ্যক্ষ
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি
(৫) ‘আইন শৃঙ্খলা’ নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত?
(ক) যৌথ তালিকা
(খ) রাজ্য তালিকা
(গ) কেন্দ্র তালিকা
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ যৌথ তালিকা