(১) বিজয়নগর সাম্রাজ্যের ধংস্বাশেষ কোথায় পাওয়া যায়?
(ক) বিজাপুর
(খ) গোলকুন্ডা
(গ) হাম্পি
(ঘ) বরোদা
উত্তরঃ হাম্পি
(২) হরিহর ও বুক্কা যখন দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের স্থাপন করেন তখন দিল্লীর সুলতান কে ছিলেন?
(ক) জালালউদ্দিন খলজী
(খ) আলাউদ্দিন খলজী
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) ফিরোজ শাহ তুঘলক
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
(৩) ‘অষ্টদিগগজ’ কার রাজসভা অলংকিত করত?
(ক) কৃষ্ণদেব রায়
(খ) মহম্মদ শাহ
(গ) দেবরায়
(ঘ) আলাউদ্দিন হাসান
উত্তরঃ কৃষ্ণদেব রায়
(৪) ইটালিয়ান পর্যটক নিকোলাস কোন্টি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
(ক) প্রথম দেবরায়
(খ) কৃষ্ণদেব রায়
(গ) মামুদ শাহ
(ঘ) ইউসুফ আদিল শাহ
উত্তরঃ প্রথম দেবরায়
(৫) আরাবিদু বংশের প্রতিষ্ঠাতা কে?
(ক) তিরুমালা
(খ) প্রথম কৃষ্ণ
(গ) বিন্ধ্যশক্তি
(ঘ) দেবরায়
উত্তরঃ তিরুমালা