(১) খলজী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
(ক) জালালউদ্দিন
(খ) আলাউদ্দিন
(গ) কুতুবউদ্দিন
(ঘ) নাসিরউদ্দিন
উত্তরঃ জালালউদ্দিন
(২) ‘সিকান্দার ই সানি’ কার উপাধি?
(ক) আলাউদ্দিন খলজী
(খ) ইলতুতমিস
(গ) বলবন
(ঘ) মহম্মদ ঘোরি
উত্তরঃ আলাউদ্দিন খলজী
(৩) ভারতের তোতাপাখি বলা হয় কাকে?
(ক) উতবী
(খ) মিনহাজ উল সিরাজ
(গ) আমীর খসরু
(ঘ) ফিরদৌসী
উত্তরঃ আমীর খসরু
(৪) খলজী বংশের শেষ সুলতান কে ছিলেন?
(ক) কুতুবউদ্দিন মোবারক শাহ
(খ) গিয়াসুদ্দিন
(গ) নাসিরউদ্দিন খুসরু শাহ
(ঘ) নিজাম খান
উত্তরঃ নাসিরউদ্দিন খুসরু শাহ
(৫) বাজারদর নিয়ন্ত্রন কে চালু করেছিলেন?
(ক) আকবর
(খ) আলাউদ্দিন খলজী
(গ) জাহাঙ্গীর
(ঘ) গিয়াসুদ্দিন
উত্তরঃ আলাউদ্দিন খলজী
Very helpful