Gupta Dynasty / Empire of India : Gupta Dynasty was a famous dynasty in medieval India. Some important questions and answers from Gupta Dynasty / Empire are listed here under.
(১) কোন গুপ্ত রাজা হূণ আক্রমণ প্রতিহত করেছিলেন?
(ক) শ্রীগুপ্ত
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(গ) স্কন্দগুপ্ত
(ঘ) কেউই হূণ আক্রমণ প্রতিহত করতে পারেনি
উত্তরঃ স্কন্দগুপ্ত
(২) ফা-হিয়েন কোন গুপ্ত রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) শ্রীগুপ্ত
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) স্কন্দগুপ্ত
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(৩) মহাভিভাষ্য গ্রন্থের রচয়িতা কে?
(ক) বসুমিত্র
(খ) অশ্ব ঘোষ
(গ) কালিদাস
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ বসুমিত্র
(৪) ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) অশোক
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ সমুদ্রগুপ্ত
(৫) এলাহাবাদ প্রশস্থিতে কি নিয়ে লেখা আছে?
(ক) অশোকের ধর্ম প্রচার
(খ) সমুদ্র গুপ্তের রাজ্য জয়
(গ) আলেকজান্ডারের ভারত আক্রমণ
(ঘ) এলাহাবাদের ইতিহাস
উত্তরঃ সমুদ্র গুপ্তের রাজ্য জয়
(৬) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ( Who was the Founder of Gupta Dynasty) ?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) শ্রীগুপ্ত
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ শ্রীগুপ্ত
(৭) কোন সম্রাট ভারতে প্রথম রুপার মুদ্রা চালু করেছিলেন?
(ক) কনিষ্ক
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(গ) অশোক
(ঘ) আলাউদ্দিন খলজী
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(৮) কোন গুপ্ত সম্রাট ‘কবিরাজ’ উপাধি গ্রহণ করেছিলেন?
(ক) সমুদ্রগুপ্ত
(খ) স্কন্দগুপ্ত
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) কুমারগুপ্ত
উত্তরঃ সমুদ্রগুপ্ত
(৯) ‘মহেন্দ্রদিত্য’ কার উপাধি?
(ক) অশোক
(খ) কনিষ্ক
(গ) কুমারগুপ্ত
(ঘ) বিন্দুসার
উত্তরঃ কুমারগুপ্ত