(১) বেলেপাথর একধরণের _______ শিলার উদাহরণ
(ক) আগ্নেয় শিলা
(খ) পাললিক শিলা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ পাললিক শিলা
(২) রাজমহলের পাহাড়গুলি কোন শিলায় গঠিত?
(ক) ব্যাসাল্ট
(খ) গ্রানাইট
(গ) পরফাইরি
(ঘ) চুনাপাথর
উত্তরঃ ব্যাসাল্ট
(৩) গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ কোনটি?
(ক) হর্নব্লেট
(খ) শিস্ট
(গ) নাইস
(ঘ) অ্যাম্ফিবোলাইট
উত্তরঃ নাইস
(৪) নীচের কোনটি আগ্নেয় শিলা নয়?
(ক) ডোলেরাইট
(খ) পরফাইরি
(গ) ব্যাসাল্ট
(ঘ) কংগ্লোমারেট
উত্তরঃ কংগ্লোমারেট
(৫) কোন শিলায় জীবাশ্ম দেখা যায়?
(ক) আগ্নেয় শিলা
(খ) পাললিক শিলা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ পাললিক শিলা