Geography GK in Bengali language
Geography is an important subject all time. Many questions come from this section of General Knowledge in various competitive examinations. So students should not neglect the geography chapters.
(১) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
(ক) ৫৫০০ কিলোমিটার
(খ) ৬৪০০ কিলোমিটার
(গ) ৭০৪০ কিলোমিটার
(ঘ) ৮০০০ কিলোমিটার
উত্তরঃ ৬৪০০ কিলোমিটার
(২) একবার সূর্যকে পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
(ক) ৩০০দিন
(খ) ৩৬৫দিন
(গ) ৪০০দিন
(ঘ) ২৭ দিন
উত্তরঃ ৩৬৫দিন
(৩) নীলগ্রহ কোন গ্রহকে বলা হয়?
(ক) বুধ
(খ) বৃহস্পতি
(গ) পৃথিবী
(ঘ) শনি
উত্তরঃ পৃথিবী
(৪) নিক্স অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ?
(ক) পৃথিবী
(খ) মঙ্গল
(গ) বৃহস্পতি
(ঘ) শুক্র
উত্তরঃ মঙ্গল
(৫) কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম?
(ক) ৩ রা জানুয়ারী
(খ) ৪ ঠা জুলাই
(গ) ২১ শে মার্চ
(ঘ) ২৫ শে ডিসেম্বর
উত্তরঃ ৩ রা জানুয়ারী
Pre | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | More |
You may also like