বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি ২০২১
১) ১ লা মার্চ থেকে ৭ ই মার্চ পর্যন্ত “International Yoga Festival 2021” কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তরঃ উত্তরাখণ্ডে
২) “Global Soft Power Index 2021” অনুযায়ী ভারতের স্থান কত?
উত্তরঃ ৩৬ নম্বর
৩) Dredging Corporation of India Ltd. এর এম ডি ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ Dr. G. Y. V. Victor
৪) “Shriram Capital Board” এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
উত্তরঃ Dr. K. P. Krishnan
৫) “World NGO Day” কোন দিন পালন করা হয়?
উত্তরঃ ২৭ শে ফেব্রুয়ারি
৬) সমুদ্রিক খাবার উপভোক্তাদের কাছে পৌঁছে দেবার জন্য Kerala State Coastal Area Development Corporation কোন পোর্টাল লঞ্চ করেছে?
উত্তরঃ Parivarthanam
৭) “Janaki Ammal-National Women Bioscientist Award 2020-21” দ্বারা সম্মানিত হলেন কে?
উত্তরঃ Prof. Neetu Singh
৮) “Aditya Birla Fashion” এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
উত্তরঃ Kumar Mangalam
You may also like