Current Affairs 19 and 20 February 2021 in Bengali
১) সম্প্রতি DRDO, Advanced Light Helicopter থেকে কোন এন্টিট্যাং মিসাইল লঞ্চ করল?
উত্তরঃ HELINA
২) National Commission for Scheduled Tribes এর চেয়ারপারসন কে নিযুক্ত হলেন?
উত্তরঃ Harsh Chauhan
৩) সঙ্কটে থাকা মহিলাদের তৎক্ষণাৎ সাহায্য করার জন্য “Nirbhayam” app লঞ্চ করল কোন রাজ্যের পুলিশ?
উত্তরঃ কেরালা পুলিশ
৪) সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হলেন?
উত্তরঃ মহেনদার সিং
৫) PM Kisan National Award পেল কোন জেলা?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ এর অনন্তপুর
৬) “Jungle Nama” বইটির লেখক কে?
উত্তরঃ Amitav Ghosh
৭) World Day of Social Justice কোন দিন পালন করা হয়?
উত্তরঃ ২০ ফেব্রুয়ারি
৮) “Go Electric Campaign” লঞ্চ করলেন কে?
উত্তরঃ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গদকারী
You may also like