(১) মার্গারিন কি থেকে প্রস্তুত করা হয়?
(ক) সরিষা
(খ) নারিকেল
(গ) তিসি
(ঘ) ধান
উত্তরঃ নারিকেল
(২) ইক্ষু উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) তামিলনাড়ু
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) অসম
উত্তরঃ উত্তরপ্রদেশ
(৩) নীচু সমতলে পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয়?
(ক) পাট
(খ) কফি
(গ) কার্পাস
(ঘ) মিলেট
উত্তরঃ পাট
(৪) চীনাবাদাম উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বর?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ প্রথম
(৫) মিলেট চাষের জন্য উপযুক্ত বৃষ্টির পরিমাণ হল _____
(ক) ২০০ – ২৫০ সেমি
(খ) ১০০ – ১৭৫ সেমি
(গ) ১৫০ – ২০০ সেমি
(ঘ) কমবেশি ৫০ সেমি
উত্তরঃ কমবেশি ৫০ সেমি